• শিরোনাম

    পাবনা’য় ৭৭ কেজি গাজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

    জামিল হোসেন পাবনা | রবিবার, ০৪ জুলাই ২০২১ | পড়া হয়েছে 180 বার

    পাবনা’য় ৭৭ কেজি গাজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

    apps

    পাবনা’য় র‌্যাব-১২’র অভিযানে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ৭৭ কেজি গাঁজা এবং ১টি ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গরুক মন্ডপ নাওডাঙ্গা এলাকার মো. মনসুর আলীর ছেলে মো. মিজানুর রহমান (২৬) এবং অপরজন নীলফামারী জেলার সৈয়দপুর থানার নিচু কলোনী এলাকার মো. শেখ শহিদ ছেলে মো. জয়নাল আবেদীন (২৬)। র‌্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিক্তিতে শনিবার (০৩’ জুলাই) ২০২১ খ্রি. রাত পৌনে ১০টার দিকে র‌্যাবের একটি বিশেষ দল পাবনা জেলার সদর থানার গাছপাড়া এলকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৭৭ কেজি এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। র‌্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে র‌্যাবের অভিযান অব্যহত থাকবে।

    বাংলাদেশ সময়: ৪:১১ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ