অনলাইন ডেস্ক | শনিবার, ১০ জুলাই ২০২১ | পড়া হয়েছে 257 বার
জামিল হোসেন, পাবনা প্রতিনিধি :
পাবনায় ২৪ ঘন্টায় নতুন করে ৩৪৮ জনের দেহে (কোভিড-১৯) করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। শুক্রবার (০৯’ জুলাই) পাবনার সার্জন ডা. মনিসর চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনার সদরে ৩১ জন, ঈশ্বরদীতে ২২৫ জন, আটঘরিয়ায় ২০ জন, চাটমোহরে ৭ জন, ভাঙ্গুড়ায় ১১ জন, ফরিদপুরে ৫ জন, সাথিয়ায় ২৪ জন, বেড়ায় ৯ জন ও সুজানগরে ১৬ জন করোনা সনাক্ত হয়েছেন।
এছাড়া করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামিদুুল (৬০) নামের এক জনের মৃত্যু হয়েছে। তিনি পাবনা জেলার সুজানগর থানার সুজানগর এলকার পিতা মৃত ইউনুস আলীর ছেলে।
তিনি আরও জানান, জনসাধারণ স্বাস্থ্যবিধি না মানায় এবং করোনা সংক্রমণ প্রত্যন্ত গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়ায় পাবনাতেও করোনা সংক্রমণ ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। সচেতন না হলে সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে। আক্রান্তের একটি বড় অংশ করোনা পরীক্ষা না করা এবং হাসপাতালের বাইরে মারা যাওয়ায় সঠিক পরিসংখ্যান জানা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ সময়: ১২:১০ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel