জামিল হোসেন, পাবনা | শনিবার, ০৭ আগস্ট ২০২১ | প্রিন্ট
পাবনায় স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন মেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। দোয়া মাহফিল, কোরানখানী, পুষ্পার্ঘ অর্পন, বৃক্ষরোপন, স্মৃতিচারণ, আলোচনা সভা নানা কর্মসুচীর মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালিত হয়। বৃহস্পতিবার সকালে পাবনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পাবনা জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন জন্মবার্ষিকী পালন করে। সকালে দুর্জয় পাবনায় শেখ কামালের পুষ্পার্ঘ করেন পাবনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। পুষ্পার্ঘ অর্পন শেষে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিনব্যাপী নানা কর্মসুচী উৎযাপিত হয়। কাচারী মসজিদ ও স্টেডিয়াম মসজিদে কোরানখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌরসভা ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃক্ষরোপন করা হয়। পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা পরিষদেও চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিযুর রহমান, পুলিশ সুপার মহিবুল ইসলাম, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, ডা. আবু জাফর, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সমাজ সেবা কর্মকর্তা রাশেদুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জোহা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোকলেসুর রহমান, শিক্ষা প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, গণপুর্তর নির্বাহী প্রকৌশলী আনোয়রুল আজিম, বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা তানভির রহমান, জেল সুপার শাহ আলম খান, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বাসস ও ভোরের কাগজ রফিকুল ইসলাম সুইট, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকী বিল্লা, পাবনা নাসিং কলেজের অধ্যক্ষ শাহেদা পারভীন খান, পাবনা টেকনিকেল কলেজের অধ্যক্ষ মো. জমিদার রহমান, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমী প্রমূখ। পাবনা জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, পুষ্পার্ঘ অর্পন, স্মৃতিচারণ, আলোচনা সভা নানা কর্মসুচীর মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এসব কর্মসুচীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলিসহ দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। এছাড়াও জেলা সকল উপজেলায় জন্মবার্ষিকী উৎযাপিত হয়।
Posted ১২:২২ অপরাহ্ণ | শনিবার, ০৭ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।