সোমবার ৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

>>

পাবনায় শারীরিক প্রতিবন্ধী হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

জামিল হোসেন, পাবনা   |   বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট

পাবনায় শারীরিক প্রতিবন্ধী হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

পাবনায় চাঞ্চল্যকর শারীরিক প্রতিবন্ধী যুবক সেলিম বিশ্বাস (২৬) হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০হাজার টাকা জরিমানা করা হয়। নিহত সেলিম সদর উপজেলার ব্রজনাথপুর মহল্লার মো. আজহার আলীর ছেলে। সে শারীরিক প্রতিবন্ধী (বাম পা কাটা ও বাম হাত অকেজো) ছিলেন। মঙ্গলবার (২১’সেপ্টেম্বর) বিকেলে পাবনার বিজ্ঞ বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় দেন। দন্ড প্রাপ্তরা হলো সদর উপজেলার ব্রজনাথপুর গ্রামের আজমত প্রামানিকের ছেলে জহুরুল ওরফে মুন্না (৩৫) ও বলরামপুর মহল্লার আব্দুল আজিজের ছেলে আজাদ হোসাইন (৩৩)। আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ খ্রি. ২ জুন রাত ৮টার দিকে বজ্রনাথপুরের একটি চায়ের দোকান থেকে চা পান করে বাড়ি ফেরার পথে দুইজন যুবক মিলে সেলিমকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে বাড়ির পাশে একটি কলাবাগানে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরিবার গিয়ে মরদেহ শনাক্ত করে। ঘটনার বিবরণে উল্লেখ করা হয়, প্রতিবন্ধী যুবক একই গ্রামের আজমত প্রামানিকের স্কুল পড়–য়া মেয়ে শিলা খাতুনকে প্রেম ও পরে বিয়ের প্রস্তাব দিলে তারা ক্ষিপ্ত হয়ে পুর্ব পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ কলাবাগানে ফেলে নিরুদ্দেশ হয়ে যায়। এ ঘটনায় ৪ জুন সেলিমের বাবা আজহার আলী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মোবাইল ফোনের কললিস্ট ধরে তদন্ত করে দুইজনকে গ্রেফতার করে। দীর্ঘ শুনানির পর আদালত হত্যার সঙ্গে সরাসরি জড়িত ও পরিকল্পনাকারী দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দেন। রায়ের সময় মামলা পরিচালনার রাষ্ট্রপক্ষের পিপি এ্যাড. দেওয়ান মজনুল হক এবং আসামি পক্ষের অ্যাড. সনৎ কুমার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins