
জামিল হোসেন পাবনা প্রতিনিধি : | শনিবার, ২১ আগস্ট ২০২১ | পড়া হয়েছে 39 বার
পাবনা’য় র্যাবের অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পাবনা’য় র্যাবের অভিযানে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইলিয়াস বিশ্বাস (৪০) নামের ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। সে পাবনা জেলার ঈশ্বরদী থানার দীঘা এলাকার মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে। র্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯’ আগস্ট) ২০২১ খ্রি. রাত সাড়ে ৮টার দিকে র্যাবের একটি বিশেষ দল পাবনা জেলার ঈশ্বরদী থানার আওতাপাড়া বিশ্বাস সু- ষ্টোরের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেফতারকৃত ইলিয়াস বিশ্বাস’র নিকট থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হয়েছে। র্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে র্যাবের অভিযান অব্যহত থাকবে।
বাংলাদেশ সময়: ১২:৩১ অপরাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel