অনলাইন ডেস্ক | শনিবার, ১০ জুলাই ২০২১ | পড়া হয়েছে 83 বার
জামিল হোসেন, পাবনা প্রতিনিধি :
পাবনা’য় র্যাব-১২’র অভিযানে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খোকন ঢালী (২৫) নামের ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দক্ষিণ খাজিরাথাক এলাকার মো. আল ইসলাম ঢালী’র ছেলে।
র্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৮’ জুলাই) রাত সোয়া ১০টার দিকে র্যাবের একটি বিশেষ দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ইসলামপুর এলকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় গ্রেফতারকৃত খোকন ঢালী’র নিকট থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
র্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে র্যাবের অভিযান অব্যহত থাকবে।
বাংলাদেশ সময়: ১২:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel