পাবনা সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. আবুল কালাম ও তদন্তকারী অফিসার এস.আই শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ যুবককে গ্রেফতার করেন। সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো আবুল কালাম এ বিষয়ে মুঠোফোনে জনান, পাবনা সদর থানার মামলা নং-৬৫/৮১১ তারিখ- ২৫/১০/২০২১ ধারা-৩৭৯ পেনাল কোড এর সূত্র ধরে গত ইং ১৮/১০/২০২১ তারিখ বাদীর চোরাই মোটরসাইকেলটি উদ্ধারের উদ্দেশ্যে অভিযানে নামেন পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর মো. আবুল কালাম মোটরসাইকেল চোর চক্রের সাথে জড়িত পাবনা সদর থানার মালিগাছা গ্রামের মো. সেলিম প্রাং এর ছেলে মো. প্রান্ত প্রাং (২২), শহরের গোবিন্দা মহল্লার মো. জিহাত হোসেন জলিল এর ছেলে আরফান আবীর আকাশ (২২) ও একই এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. আশিক (২২)। পাবনা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে শিলাইদহ ঘাটের দিকে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল চোরাই মোটরসাইকেল সহ রাধাকান্ত পুর হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে বাদীর চোরাই অপর টিভিএস মোটরসাইকেল টি তাহারা চুরি করে কয়েক দিন আগে মো. রাকিবুল ইসলাম রাকিব (২২) পিতা মো. মনিরুল ইসলাম এর নিকট বিক্রয় করেছে। সঙ্গে সঙ্গে অফিসার ফোর্স সহ আসামি রাকিব এর বাসায় অভিযান করে তাহাকে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে, সে বাদীর চোরাই মোটরসাইকেলটি চোরদের নিকট হইতে ক্রয় করে তা একটু বেশি দামে তারা মো. মেহেদী হাসান (২০) পিতা-মো. আকাদুল্লা এর নিকট বিক্রয় করেছে। মেহেদী এর বাসায় অভিযান করে বাদীর চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পর্যায়ক্রমে অভিযানে মোট তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং মূল চোর তিন জন এবং চোরাই মোটরসাইকেল ক্রেতা দুইজন কে গ্রেফতার করা হয়। আটকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, পাবনা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যহত থাকবে। জামিল হোসেন পাবনা