
জামিল হোসেন, পাবনা | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১ | পড়া হয়েছে 37 বার
পাবনায় মুক্তমনা ও মানবতাবাদী সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়ে কুলনাশা বাউল সঙ্গের উদ্যোগে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে রবিবার (০৫’ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রতিকী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুলনাশা বাউল সঙ্গের সভাপতি বাউল রাজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফের সঞ্চালনায় বক্তব্য দেন আরশী নগর সভাপতি উম্মত বয়াতি, বাউল বলাইচন্দ্র কর্মকার, আবুল হোসেন বয়াতি, আজিজ বয়াতি, রেল বাজার লালন একাডেমীর সহ-সভাপতি জাকির, আকাতার বয়াতি, আরিফ সাধু। বক্তারা এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় পর্যায়ে বাউল নিরাপত্তা আইন প্রনয়ণ করা, প্রতিটি জেলা উপজেলা ও থানায় বাউল চত্বর প্রতিষ্ঠা করা, বিজ্ঞান ভিত্তিক যৌক্তিক উদার মানবতাবাদী অসাম্প্রদায়িক শিক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে যন্ত্র সঙ্গীতের মাধ্যমে স্বসম্মানে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জোড়ালো দাবি জানান। এরপর কয়েকটি সমমনা সঙ্গের বাউলরা তাদের দাবি-দাওয়া নিয়ে জেলা প্রশাসনে স্বারকলিপি প্রদান করেন। শেষে পাবনা (ঘোড়া ষ্ট্যান্ড) সাংস্কৃতি চত্বরে অবস্থান সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১:৩৪ অপরাহ্ণ | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel