
জামিল হোসেন পাবনা | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ | প্রিন্ট
পাবনায় পুলিশের অভিযানে হাসপাতালে দালাল চক্রের ৬ সদস্য গ্রেফতার
পাবনা সদর হাসপাতালে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মঙ্গলবার (২৬’ অক্টোবর) দালাল চক্রের ৬ জন সক্রিয় সদস্য কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার মো. আব্দুল হান্নানের ছেলে মো. পিন্টু (৩২), একই মহল্লার মৃত মহরমের ছেলে মো. রাসেল (২৫), ছাতিয়ানী এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে মো. মুক্তার হোসেন (৪০), কবিরপুর এলাকার মো. মসিদুল ইসলামের ছেলে মো. উজ্জল ফকির (৩০), মৃত রিয়াজ হোসেনের ছেলে মো. সাকিল (২০) ও শালগাড়িয়া মহল্লার আব্দুল মজিদের ছেলে সোহাগ (২৯)। পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এ বিষয়ে জানান, দীর্ঘদিন যাবৎ দালাল চক্র হাসপাতালের বিভিন্ন জায়গায় অবস্থানের মাধ্যমে দুর দুরান্ত থেকে আসা রোগীদের প্রতারণা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ৬ জন দালাল চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে।
Posted ২:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।