জামিল হোসেন, পাবনা | রবিবার, ০১ আগস্ট ২০২১ | প্রিন্ট
পাবনা- কাজিরহাট মহাসড়কে নছিমন ও সিএনজি চালিত অটোরিক্সসার মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিন জন নিহত হয়। এতে গুরুত্বর আহত হয়ে শিশু দুটির মাকে সদর হাসপাতালে ভর্তি হয়। শনিবার (৩১’ জুলাই) বিকেল ৫ টার দিকে পাবনা বেড়া উপজেলার কাশিনাথপুর অঞ্চলের আমিনপুর থানার দাড়িয়াপুর নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। পাবনা আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পাবনা থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সাথে দাড়িয়াপুরে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশার। এতে ঘটনা স্থলে সিএনজি চালকের মৃত্যু হয়। গুরুত্বর আহতদের স্থানীয়রা উদ্ধার করে কাশিনাথপুর ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপর দুই শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুত্ব আহত শিশু দুটির মাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানয়িদের দেওয়া তথ্যসূত্রে জানা যায়, নিহত শিশু দুটি সহোধর বোন। একজনের নাম সিন্থিয়া (৫) ও অপরজনের নাম আয়শা (২মাস) বয়সী শিশু। নিহত দুই শিশুর মা বিলকিস খাতুনকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তবে নিহত সিএনজি চালকের নাম পরিচয় এখনো জানা যায়নি। গাড়ি দুইটি উদ্ধার করে পাবনা মাধপুর হাইওয়ে পুলিশ তাদের নিয়ন্ত্রনে নিয়েছেন বলে জানিয়েছন স্থানীয়রা।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০১ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।