জামিল হোসেন পাবনা প্রতিনিধি : | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ সেপ্টেম্বর) সদর থানার শালগাড়িয়া ও উত্তর শালগাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো সদর থানার শালগাড়িয়া টিভি হাসপাতাল এলাকার মো. মোকারম হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম ওরফে রবি (৩৮), একই থানার শালগাড়িয়া মেড়িল বাইপাস এলাকার মৃত আব্দুল হক বিশ্বাসের ছেলে মো. মামুন ওরফে হক মামুন (৩৯) এবং উত্তর শালগাড়িয়া শ্মশানঘাট এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে মো. মারুফ হোসেন (২৯)। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়।
Posted ১২:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।