জামিল হোসেন পাবনা | রবিবার, ১৮ জুলাই ২০২১ | প্রিন্ট
একটি পিসিআর মেশিন স্থাপন পাবনার সব মানুষের দীর্ঘদিনের দাবি। করোনা পরিস্থিতি দিনদিন অবনতি হলেও এখন পর্যন্ত একটি পিসিআর মেশিন পায়নি পাবনার মানুষ। নমুনা পরীক্ষায় চরম ভোগান্তির অবসান হতে যাচ্ছে। সব শ্রেণী পেশার মানুষই এখানে টেষ্ট করাতে পারবেন। দুর্ভোগ পোহাতে হবে না সাধারণ মানুষদের। ইতিমধ্যে মেডিকেল কলেজ ভবনে ল্যাব নির্মাণের ৯৫% কাজ সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, কিট এবং টেকনিশিয়ান এলেই চালু করা যাবে ল্যাবটি। বিষয়টি জানিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ গোলাম ফারুক প্রিন্স এমপি। রবিবার (১৮ জুলাই) দুপুর ২টায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে পিসিআর মেশিন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। এমপি প্রিন্স আরও বলেন, শুধু লকডাউন দিয়েই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। সারাবিশ্ব আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, বাংলাদেশও তার ব্যাতিক্রম নয়। কেবল মাত্র ব্যাক্তিগত সচেতনতাই ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় দেশে এখনো করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে হাট-বাজার বা রাস্তাঘাটে চলাচলের আহবান জানান। পাবনা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. বুলবুল হাসান বলেন, তার চাকুরি মেয়াদ আর মাত্র ৪ মাস রয়েছে। এই শেষ সময়ে তিনি পাবনাবাসীর জন্য অন্তত পিসিআর ল্যাবটি চালু করে দিয়ে যেতে চান। স্বাস্থ্য অধিদফতর থেক আমাদের এখানে একটি আরটি পিসিআর ল্যাব দিয়েছেন। সেটি আমাদের কলেজ ভবনে স্থাপন করেছি। সব কাজই প্রায় শেষ অল্প একটু কাজ বাকি আছে সেটি হলেই আমাদের এখানে পিসিআর ল্যাব চালু হয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন, পাবনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাফিকুল হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সাধারণ সম্পাদক ডা. জাহেদী হাসান রুমী, ডা. আহমদ তাউস, ডা. শাহিন ফেরদৌস শানু, ডা. বিপ্লব কুমার সাহা, ডা. রুহুল কুদ্দুস, ডা. মাসুদুর রহমান প্রিন্স, ডা. হাবিবুল্লাহ, ডা. শারমিন সবনম এবং পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি প্রমুখ।
Posted ১১:২৭ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।