পাবনায় এ্যামবুলেন্স আরোহী রোগীদের নিকট চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩
পাবনায় সদর হাসপাতালের এ্যামবুলেন্স আরোহী রোগীদের নিকট চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনার পুলিশ সুপর মহিবুল ইসলাম খান জানান, পাবনা জেনারেল হাসপাতালে কতিপয় বখাটে যুবক ভয়ভীতি প্রদর্শণ করে বেসরকারী এ্যাম্বুলেন্স থেকে চাঁদা গ্রহণ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ আগস্ট) পৌনে ১টার দিকে টহল দায়িত্বে কর্মরত এস আই মিজানুরসহ পুলিশ সদস্যরা হাসপাতালে অভিযান চালিয়ে ৩জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো পাবনা সদরের সিংগা উত্তরপাড়া এলাকার মো. আসমতের ছেলে মো. তারেক(২২), সদরের গাছপাড়া এলাকার মো. সিদ্দিকের ছেলে মো. বাবু(১৮) এবং শহরের শালগাড়িয়া মহল্লার মো. রবিউলের ছেলে মো. রাকিবুল ওরফে রকি(২১)। এ সময় তাদের সিন্ডকেটের কতিপয় সদস্য পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। সদর হাসপাতালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ইতিপূর্বে জেলা পুলিশের অভিযানে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান সুজানগর উপজেলার মানিকদিয়ার গ্রামের মো. ইনতাজ শেখের ছেলে ভিকটিম আমজাদ শেখ, ৩ দিন বয়সের শিশুকে উন্নত চিকিৎসার জন্য পাবনা হাসপাতাল হতে ঢাকা স্থানান্তর করা হয়। সুজানগর থেকে শিশু বাচ্চাকে নিয়ে আসা এ্যাম্বুলেন্স যোগে ঢাকা রওনা করার পথে কতিপয় বখাটে চাঁদাবাজ পথরোধ করে চাঁদা দাবী করে, অন্যথায় তাদের দেওয়া এ্যাম্বুলেন্সে করে ঢাকা যাবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করে। অসহায় ব্যক্তিসহ শিশু বাচ্চার আর্তনাদে হাসপাতালে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পাবনা জেলা পুলিশ তাৎক্ষনিক শিশু বাচ্চাকে দ্রুত ঢাকা যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।