পাবনায় এশিয়ান পেইন্ট’র ইজি কালার শো-রুমের উদ্বোধনের মাধ্যমে রং এর জগতে নতুন অধ্যায়ের সূচনা হয়। মঙ্গলবার (১৪’ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের হাজী মোহাম্মদ মহসীন সড়কের আনোয়ার হার্ডওয়্যারে এশিয়ান পেইন্টস বাংলাদেশের রিজিওয়াল ম্যানেজার আশিক রেজা এ শো-রুমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আল-হেরা টেডার্স’র সত্ত¡াধিকারী মাহমুদুর রহমান, আনোয়ার হার্ডওয়্যার সত্ত¡াধিকারী আনোয়ার হোসেন, জামিল রং ঘর এর সত্ত¡াধিকারী জামিল হোসেন, এশিয়ান পেইন্টস বাংলাদেশের সহকারি ব্যবস্থাপক আরিফুর রহমান এবং পাবনা এরিয়ার টেরিটরি সেলস্ ইনচার্জ সাইফুর রহমান প্রমুখ। এশিয়ান পেইন্ট’র ইজি কালার আপনার চাহিদা মোতাবেক ৫ হাজার এর অধিক সেডের মাধ্যমে পছন্দের রং দিয়ে ঘর সাজাতে আজই যোগাযোগ করুন আনোয়ার হার্ডওয়্যারের ইজি কালার শোরুমে।