জামিল হোসেন, পাবনা সোমবার, ০৫ জুলাই ২০২১
পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর- সাঁথিয়া আঞ্চলিক সড়কের বোয়াইলমারী বাজারে কাভার্ড ভ্যান চাপায় সাব্বির হোসেন (১২) নামের এক শিশু নিহত হয়। সোমবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হাটবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, হাটবাড়িয়া সড়কপাড়া থেকে সাব্বির দুপুর বেলায় রিক্সাভ্যানে খর (গো-খাদ্য) নিয়ে বাড়ী যাচ্ছিল। পথি মধ্যে সাঁথিয়া থেকে পাবনাগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-২০-১৬৫২৮) বোয়াইলমারী বাজারে নিকট এসে পিছন থেকে ধাক্কা দিলে সাব্বির সড়কে ছিটকে কাভার্ড ভ্যানের চাকার পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা কাভারভ্যান আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যান আটক করা হলেও চালক পালিয়ে য়ায়।এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০:২৫ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel