জামিল হোসেন পাবনা | শনিবার, ১০ জুলাই ২০২১ | প্রিন্ট
পাবনার সাঁথিয়ায় হাফিজা খাতুন (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে উপজেলার ধোপদহ ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দু’বছর আগে একই ইউনিয়নের তেঁথুলিয়া দত্তপাড়া এলাকার রমজান আলীর সাথে তার বিয়ে হয়। তাদের ঘরে এক বছরের একটা ফুটফুটে পুত্র সন্তানও রয়েছে। স্বামী রমজান রাজধানী ঢাকায় চাকুরী করেন। হাফিজা বাবার বাড়িতেই ছিল। বৃহস্পতিবার (০৮’জুলাই) সকালে স্বজনেরা অচেতন অবস্থায় তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মামুন আব্দুল্লাহ জানান, মৃতের শরীরে গলায় একপাশে একটু চিহ্ন রয়েছে। মেয়ের বাবা আব্দুল হাই জানান, মেয়ের মানসিক সমস্যা ছিল। ইলেকট্রিক শক নিয়ে আত্মহত্যা করেছে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার বিকেলে পাবনা মর্গে পাঠানো হয়। এ বিষয়ে সাঁথিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Posted ২:৪৯ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।