পাবনা প্রতিনিধি : | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ | প্রিন্ট
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ৪র্থ ধাপে বাংলাদেশ আওয়ামীলীগ মানোনীত প্রার্থীদের নৌকা বরাদ্ধ দিয়েছেন। ২০ নভেম্বর প্রতীক স্থানীয় সরকার বাংলাদেশ আওয়ামীলীগ স্থানীয় সরকার মনোয়ন বোর্ড এক সভায় তাদের মনোনয়ন দেন। এদিকে নৌকা প্রতীকের পাওয়ার খবরে একে অন্যের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন নিজ কর্মি সর্মথকরা। ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা তারা হলেন দিলপাশার ইউনিয়ন পরিষদে শ্রী অশোক কুমার ঘোষ প্রণো। তিনি বর্তমান চেয়ারম্যান ও দিলপাশার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। পারভাঙ্গুড়া ইউনিয়নের মো. হেদয়েতুল হক। তিনি বর্তমান চেয়ারম্যান ও ভেড়ামার উদয়ন একাডেমির প্রধান শিক্ষক। খানমরিচ ইউনিয়নে নুরু নবী মন্ডল দুলাল মাস্টার। তিনি ইউনিয়ন যুবলীগব বর্তমান সভাপতি ও সাবেক শিক্ষক। অষ্টমনিষা ইউনিয়ন পরিষদে সুলতানা জাহান বকুল । তিনি উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান। এদিকে নৌকা প্রতীক পাওয়ার খবরে নিজ সমর্থক ও নেতা কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে ২০২১ সালের ২৫ শে নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, বাছাই ২৯ নভেম্বর, আপিল দায়ের ৩০ নভেম্বর- ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর, ভোট গ্রহণ হবে ২৩ ডিসেম্বর। জামিল হোসেন পাবনা
Posted ১২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।