
পাবনা প্রতিনিধি : | বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১ | পড়া হয়েছে 36 বার
পাবনার ভাঙ্গুড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় বুধবার (৪’ আগস্ট) এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৩৮)। সে উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের উত্তর মেন্দা গ্রামের মৃত আব্দুল গফুরর ছেলে। এ ব্যাপারে গৃহবধুর স্বামী দুখু মিয়া বাদি হয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় একটি মামলা রুজু করেন। জানা গেছে, গত ৭জুলাই প্রতিবেশি সিরাজুল ইসলাম ওই গৃহবধূর বাড়িতে যায়। তখন বাড়িতে কেহ না থাকার সুযোগে রিলিফের কার্ড দেওয়ার কথা বলে সে জনৈক গৃহবধুর কাছে ভোটার আইডি কার্ড চায়। গৃহবধু কার্ডটি দেওয়ার জন্য ঘরে ঢুকলে সিরাজুল তার পিছু পিছু যায় এবং তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধুর চিৎকারে বাড়ির পাশের কয়েকজন মহিলা এগিয়ে এলে সে পালিয়ে যায়। ঐ গৃহবধুর স্বামী গ্রামের প্রধানদের নিকট বিচার দেন কিন্তু সিরাজুল প্রভাব খাটিয়ে বিচার সালিশ কোনোটাই হতে দেয়নি। ফলে লোকজনের কাছে অনেক দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত উপায় না দেখে তিনি থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মু: ফয়সাল বিন আহসান বলেন, মঙ্গলবার (০৩’ আগস্ট) সন্ধ্যায় একটি অভিযোগ পাওয়ার পর থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়। বুধবার দুপুরে আসামী সিরাজুলকে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel