শুক্রবার ৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

>>

পাবনার চাটমোহরে সিএনজি চালক ইমন হত্যার রহস্য উদঘাটন ; পাঁচ হত্যাকারী গ্রেফতার

জামিল হোসেন পাবনা প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১   |   প্রিন্ট

পাবনার চাটমোহরে সিএনজি চালক ইমন হত্যার রহস্য উদঘাটন ; পাঁচ হত্যাকারী গ্রেফতার

পাবনার চাটমোহরে সিএনজি চালক ইমন হত্যার রহস্য উদঘাটন ; পাঁচ হত্যাকারী গ্রেফতার


পাবনার চাটমোহরে চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী (সিএনজি চালক) ইমন হোসেন(১৭) হত্যার রহস্য উদঘাটনসহ পাঁচ হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে ১৬৪ ধারায় আদালতে শিকারক্তিমূলক জবানবন্ধির মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে চাটমোহর থানা চত্বরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, চলতি মাসের বুধবার (১৮ আগস্ট) রাতে পাবনা চাটমোহরে মাঝগ্রাম এলাকার নিহত ইমন হোসেন নামে এক স্কুল শিক্ষার্থী (সিএনজি) চালকে হত্যা করে দুস্কৃতিকারীরা। এই ঘটনায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) ইমনের বাবা জাকিরুল ইসলাম বাদী হয়ে চাটমোহর থানায় ছেলে নিখোঁজের একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের দুইদিন পরে স্থানীয় দারাপপুর (ভাঙ্গা ব্রিজের) নিকট ডোবা থেকে ইমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকান্ডের অভিযোগের সূত্রধরে তদন্তকারী পুলিশের দল চাটমোহরের মান্নান নগরে যান। স্থানীয়দের মাধ্যমে জানতে পারে ঘটনার দিনে ঐ সিএনজিতে চারজন যাত্রী বেশে উঠেছিলো। এরপর দুস্কৃতিকারীরা ইমনকে নির্জন স্থানে নিয়ে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সূত্র ধরে এক হত্যাকারীকে সনাক্ত করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যানুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারীসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো, চাটমোহর মির্জাপুর এলাকার মো. শামসুল মন্ডলের ছেলে মো. নুরুজ্জামান মন্ডল(৩৪), মো. রবিউলের ছেলে মো. হৃদয়(১৯) মো. রোস্তম আলীর ছেলে মো. সেলিম (১৯), মো. রুহুল আমিনের ছেলে মো. হুমায়ুন কবির টুটুল ও রাকিবুল(১৯)। আসামীরা বিজ্ঞ আদালতে শিকারক্তিমূলক জবানবন্ধি দেওয়ার পর জেল হাজতে প্রেরণ করা হয়। চুরি যাওয়া (সিএনজি) পরিবহনটি পাশবর্তী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকাতে থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দিয়েছেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপর স্নিগ্ধ আখতার, মাসুদ আলম, সহকারী পুলিশ সপুার সজিব শাহরীন ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন। আগামী দিনে বিল অঞ্চলের সকল সড়কে রাত্রিকালীন পুলিশের টহল জোরদার করা হবে বলেও জানান জেলা পুলিশ।

Facebook Comments Box

Posted ৪:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins