জামিল হোসেন পাবনা প্রতিনিধি : | রবিবার, ২২ আগস্ট ২০২১ | প্রিন্ট
পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়ায় এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১’আগস্ট) দুপুরের দিকে উপজেলার গৌড় নগরের গুমানি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর এস এম নূরুজ্জামান ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, নিমাইচড়ার গৌড়নগর বায়তুল ইব্রাহিম নতুন জামে মসজিদ সংলগ্ন গুমানী নদী ঘাটে একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠনো হয়। উল্লেখ্য, শুক্রবার (২০’ আগস্ট) দুপুরে চাটমোহর উপজেলার হান্ডিয়াল দরাপপুর ভাঙা ব্রিজ নামক স্থানে ভাসমান এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোন নাম পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ ও স্থানীয় লোকজন মরদেহটি দেখে ধারণ করছে যুবকের বয়স ১৮ বছরের মতো হবে।
Posted ১:০৩ অপরাহ্ণ | রবিবার, ২২ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।