নিজস্ব প্রতিনিধি : | রবিবার, ০২ মে ২০২১ | প্রিন্ট
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাবনা সদর উপজেলার চরতারাপুরে রুবেল প্রামানিক (৩০) নামের এক ব্যাক্তিতে কুপিয়ে হত্যা করেছে তার আপন দুই ভাই। শুক্রবার (৩০’ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুবেল প্রামানিক সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন টাটিপাড়া গ্রামের মোজাহার প্রামানিকের ছেলে। পুলিশ জানায়, বাড়ির জমিজমা নিয়ে কিছুদিন ধরেই রুবেল প্রামানিকের সাথে বিরোধ চলছিল তার মেঝো ভাই হাতেম প্রামানিক ও কলেজ পড়ুয়া ছোট ভাই সোহান প্রামানিকের সাথে। এ নিয়ে শুক্রবার জুমআর নামাজের পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতেম ও সোহান তাদের ভাই রুবেল প্রামানিকের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
Posted ২:০৮ অপরাহ্ণ | রবিবার, ০২ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।