জামিল হোসেন, পাবনা | সোমবার, ১৭ মে ২০২১ | প্রিন্ট
পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৮শ’ পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা, ৩টি মোটর সাইকেল, ৮টি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার টাকাসহ ৭ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। রবিবার (১৬’ মে) দুপুর ২টায় ডিবি কার্যলয়ের সামনে সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার মোহাম্মাদ মহিবুল ইসলাম খান বিপিএম এসব তথ্য জানান। তিনি আরোও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ভর ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে ৭জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো ঈশ্বরদী উপজেলার মীরকামারী এলাকার মো. সান্টু মালিথার ছেলে মো. হারুন অর-রশিদ (৩৫), একই এলাকার মো. মোসলেম উদ্দিন সরকারের ছেলে মো. মনিরুল ইসলাম (৩৩), সাহাপুর এলাকার মো. আব্দুল রশিদের ছেলে মো. মনিরুল ইসলাম মনি (৩৪), হেদায়েত পাড়ার মো. কেরামত মালিথার ছেলে মো. মামুন বিল্লা (২৯), ফতে মোহাম্মাদপুর নিউ কলোনী এলাকার মৃত কামরুদ্দিন ছেলে মো. আরমান হোসেন গুডডু (২৯), নুর মোহাম্ম্দ নুরু’র ছেলে মোস্তাফিজুর রহমান উজ্জল (২১) এবং পোস্ট আফিস মোড় চুনু মিয়ার ছেলে মো. আরাফ ইসলাম অন্তর (২৮)। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রুজু করার প্রস্তুতি চলছে। আসামী মনিরুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ১টি মামলা, মনিরুল ইসলাম ওরফে মনির বিরুদ্ধে অস্ত্র মাদকসহ ৪টি এবং জনির বিরুদ্ধে অস্ত্র ও মাদকের ৪টি মামলা রয়েছে।
Posted ৫:২০ অপরাহ্ণ | সোমবার, ১৭ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।