জামিল হোসেন পাবনা | সোমবার, ১৯ জুলাই ২০২১ | প্রিন্ট
২লক্ষ ৬৫ হাজার নগদ টাকাসহ ৭টি মোবাইল জব্দ পাবনার বেড়া উপজেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে ২লক্ষ ৬৫ হাজার নগদ টাকা ও ৭টি মোবাইল ফোনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান এর নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) শাখা’র ওসি আব্দুল হান্নান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮’ জুলাই) রাতে পাবনা আমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপিএল, আইপিএল, ফুটবল খেলা ও বিভিন্ন এ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া ও বাজী পরিচালনা চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো পাবনা জেলার আমিনপুর থানার নতুন পাড়া বসন্তপুর এলাকার মো. সামাদ শেখ’র ছেলে মো. নুরুজ্জামান শেষ (২৬), একই থানার হরিনাথপুর এলাকার মৃত মোসলেম উদ্দিন শেখ’র ছেলে মো. হাসান শেখ (৩৩), নতুনপাড়া এলাকার মো. নজরুল ইসলাম শেখ’র ছেলে মো. লিমন হোসেন শেখ (২৯) এবং নতুনপাড়া বসন্তপুর এলাকার মো. আবুল কালাম শেখ’র ছেলে মো. সানোয়ার হোসেন সাকিব (২৮)। এ সময় তাদের নিকট থেকে জুয়ার আসরের নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা এবং জুয়ায় ব্যবহার করা বিকাশ একাউন্টে থাকা ৫৫ হাজার ৪শ ৪৮ টাকা মিলিয়ে সর্বমোট ২ লক্ষ ৬৫ হাজার ৪শ ৪৮ টাকাসহ ৭টি মোবাইল ফোন এবং একটি হিসাব খাতা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা জেলার আমিনপুর থানায় একটি জুয়ার মামলা প্রক্রিয়াধীন।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।