রফিক খান, মানিকগঞ্জ প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ | পড়া হয়েছে 83 বার
পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী যানবাহনের চাপ বাড়ছে
মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরিতে যাত্রীবাহী যানবাহন ও লঞ্চে যাত্রীদের চাপ বেড়েছে । বর্তমানে ছোট বড় সব মিলিয়ে কয়েক শতাধিক যানবাহন নৌপথ পারের অপেক্ষায় আছে এবং যানবাহন পারাপারের জন্য ১৫টি ফেরি নিয়োজিত আছে। দু’একদিনের মধ্যে আরও দু’টি ফেরি এই নৌবহরে যোগ হবে বলেও জানা গেছে।বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও পুলিশ প্রশাসন তথ্যমতে জানা গেছে, পাটুরিয়া নৌপথ পারের অপেক্ষায় প্রায় ৮০টি যাত্রীবাহী পরিবহন, শতাধিক ছোট গাড়ি (ব্যক্তিগত) এবং ৩ শতাধিক পণ্যবোঝাই ট্রাক নৌপথ পারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীবাহী পরিবহনের চাপ বাড়ছে। বর্তমানে ছোট বড় সব মিলিয়ে কয়েক শতাধিক যানবাহন নৌপথ পারের অপেক্ষায় আছে এবং যানবাহন পারাপারের জন্য ১৫টি ফেরি নিয়োজিত আছে। দু’একদিনের মধ্যে আরও দু’টি ফেরি এই নৌবহরে যোগ হবে বলেও জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ৫:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel