• শিরোনাম

    পাগলাপীরে জেলা ট্রাফিক পুলিশের অভিযান

    এস এম রাফাত হোসেন বাঁধন, রংপুর | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ | পড়া হয়েছে 63 বার

    পাগলাপীরে জেলা ট্রাফিক পুলিশের অভিযান

    apps

    রংপুর জেলা ট্রাফিক পুলিশের অভিযানে হেলমেট না পরায়, ট্রাফিক আইন অমান্য করায় মোটরসাইকেল আটক ও মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ। বুধবার (২৩শে মার্চ) বিকালে রংপুর সদর উপজেলার পাগলাপীর জিরো পয়েন্টে হেলমেট বিহীন অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য কারীদের জরিমানা করা হয়। এবারের অভিযানটি ভিন্ন সড়ক পথে দুর্ঘটনার হার কমাতে হেলমেট না পরায় মোড়ে মোটরসাইকেল আটক করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১) ধারায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে মামলা ও জরিমানা করা হয়। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বলেন, ডি আই জি দেবদাস ভট্টাচার্য স্যারের এর নির্দেশনায় হেলমেট অভিযান পরিচালনা করছি,সবার আগে নিজের নিরাপত্তা, হেলমেট বিহীন কেহই যেন মোটরসাইকেল নিয়ে বের না হয়, কারণ এই মোটরসাইকেল গুলো দুর্ঘটনায় স্বীকার হয় বেশী, যারা জন্য হিলমেট বিহীন রাস্তায় আসছে তাদের জরিমানা করছি ও ট্রাফিক আইন অমান্য করায় ২৫ জনের নামে মামলা ৭৫ হাজার টাকা জারিমানা আদায় করা হয় বলেও তিনি জানান। এসময় আরো উপস্থিত ছিলেন টি আই মোঃ ফিরোজ মাহামুদ, সার্জেন্ট মোঃ আরেফিন ইসলাম,স্বপন কুমার, রহমাত উল্লাহ, এ টি এস আই জিয়া,রেজ্জাউল কনেস্টবল সাইফুল, আব্দুল খালেক সহ রংপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, এস আই মোঃ আহসান হাবীব (২), এস আই মোঃ ফিরোজ আলী,এস আই আহসান হাবীব (১), এ এস আই মোঃ রবিউল ইসলাম সহ কোতোয়ালি থানার সহোযোগিতায় হেলমেট বিহীন অভিযান পরিচালনা করে।

    বাংলাদেশ সময়: ১২:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ