| শনিবার, ২৪ জুলাই ২০২১ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি:
পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মনোনীত হওয়ার ২৪ ঘন্টা যেতে না যেতেই সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) বেলা ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। মিছিলটি পাকুন্দিয়া ডাক বাংলোর সামনে থেকে শুরু হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, নারান্দি ইউপি চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম শফিক, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম দেওয়াান প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিলে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশতাধিক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগে আন্দোলনকারী নেতাদের সাথে পাকুন্দিয়া ডাক বাংলোয় বৈঠক করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী, পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। এ প্রসঙ্গে নূর মোহাম্মদ এমপি বলেন, সোহরাব উদ্দিনকে আহ্বায়ক হিসেবে পাকুন্দিয়া আওয়ামী লীগের কেউ মেনে নিবেনা।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি হলে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এডভোকেট সোহরাব উদ্দিনকে পাকুন্দিয়া উপজেলার আহ্বায়ক মনোনীত করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ আফজলের পরিচালনায় সভাটিতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল আহসান শাহজাহান। সভা শুরু হবার পর পাকুন্দিয়া উপজেলা কমিটি নিয়ে দীর্ঘ আলোচনা শেষে আহবায়ক হিসেবে সোহরাব উদ্দিনের নাম ঘোষনা করা হলে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণুসহ জেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা এর তীব্র বিরোধিতা করেন।
Posted ১০:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।