নিজস্ব প্রতিনিধি | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | প্রিন্ট
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের নব-গঠিত কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে। আজ মঙলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেন। প্রেসক্লাবের আগের কমিটির সভাপতি এমএ রশীদ ভূঁইয়া নব-গঠিত কমিটির সভাপতি আছাদুজ্জামান খন্দকার ও সাধারণ সম্পাদক আ.ন.ম. তানভীর হায়দার ভূঁইয়া’র হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় প্রেসক্লাবের নতুন ও পুরাতন কমিটির কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নব-গঠিত কমিটির সভাপতি আছাদুজ্জামান খন্দকার বলেন, ‘তিন বছর (২০১৮-২১) মেয়াদী কমিটির মেয়াদ আজ মঙলবার (২৭জুলাই) শেষ হওয়ায় নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নব-গঠিত কমিটি সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে প্রেসক্লাবের উন্নয়ন ও সদস্যের কল্যাণে কাজ করবে। এক্ষেত্রে ক্লাব ও সংগঠনকে এগিয়ে নিতে তিনি সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।’ এর আগে ১৭জুলাই শনিবার পাকুন্দিয়া প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সর্বসম্মত সিদ্ধান্তে আগামি তিন বছরের জন্য ১১সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
Posted ৪:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।