বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

>>

পশুর হাট পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান 

মো. আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী   |   বুধবার, ০৪ জুন ২০২৫   |   প্রিন্ট

পশুর হাট পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নগরবাসীর নিরাপদ পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে রাজশাহী মহানগরীর সিটি পশুর হাট পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান ।

৪ জুন ২০২৫ ইং দুপুর সোয়া ১২ টায় সিটি হাটে উপস্থিত হয়ে পুলিশ কমিশনার হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। হাটের আইনশৃঙ্খলা রক্ষা, জাল টাকা প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।
পরিদর্শনকালে আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, হাটের সার্বিক নিরাপত্তা এখন পর্যন্ত সন্তোষজনক।
সিটি হাটসহ আরএমপি’র আওতাধীন মোট ১২টি হাটে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থায় বিশেষভাবে সিসিটিভি ক্যামেরার গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি প্রতিটি হাটেই তা স্থাপন নিশ্চিত করা হয়েছে।
ইউনিফর্মধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। হাটে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। র্যােব এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন।
সাম্প্রতিক করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে ক্রেতা-বিক্রেতাকে আরএমপি’র পক্ষ থেকে জনসচেতনতামূলক কথা উল্লেখ করে তিনি বলেন, “করোনা মোকাবেলায় জনসচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে হাটে আগত সবাই মাস্ক পরে আসে।
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
‘মলম পার্টি’ ও ‘অজ্ঞান পার্টি’র বিরুদ্ধে সাদা পোশাকে পুলিশ সদস্যরা কঠোরভাবে কাজ করে যাচ্ছে। ছিনতাই বা চাঁদাবাজি রোধে আরএমপি, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সমন্বয়ে একযোগে কাজ চলছে। জাল টাকা শনাক্তকরণ ও অর্থ লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে। তাদের পক্ষ থেকে জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখা হয়েছে এবং ব্যাংকের পক্ষা থেকে বুথ স্থাপন করা হয়েছে। এসময় তিনি ক্রেতা-বিক্রেতা ও হাট কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)নাজমুল হাসান, পিপিএম, শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোস্তারী পারভীন সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। তাছাড়া সিটিহাটের ইজারাদার, ব্যবসায়ী এবং বাজার কমিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:১৫ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins