রংপুর ব্যুরো: | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 31 বার
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম হুসাইন মো. এরশাদ
আধুনিক ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার রুপকার ছিলেন। তার সেই স্বপ্ন জাতীয় পার্টি ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করতে চায়। এরশাদের আদর্শে আগামীতে ক্ষমতায় গিয়ে আধুনিক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছে জাতীয় পার্টি। ২০ মার্চ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে রংপুর মহানগরীর পল্লী নিবাসে হুসাইন মো.এরশাদের কবর জিয়ারত ও মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি মহানগর ও জেলা জাতীয় পার্টি এবং সহযোগী সংগঠেনের নেতাকর্মীদের নিয়ে এরশাদের কবর জিয়ারত ও ফাতিহা পাঠ করেন। পরে তার রূহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ স¤পাদক এ স এম ইয়াসির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, জেলা যুব সংহতি সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতি সভাপতি শাহীন হোসেন জাকিরসহ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel