| রবিবার, ১১ জুলাই ২০২১ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় নরসিংদীর পলাশের ২৫টি দুস্থ ও অসহায় হতদরিদ্র পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে পলাশের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় হতদরিদ্র পরিবারের হাতে এ ঢেউটিন ও নগদ টাকা তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা আফসানা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরমেয়র শরীফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, সেলিনা আক্তার, গজারিয়া ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান ভুইয়া ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম প্রমুখ।
Posted ৯:১৬ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।