
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর পলাশ উপজেলার পিরিন্দারটেকে গাঁজা সেবনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পলাশ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পিরিন্দারটেক এলাকার সনু মিয়ার বাড়ির পেছনে বাঁশবাগানের ভিতরে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে গাঁজা সেবন ও সেবনের সরঞ্জামাদি পাওয়ায় আটক করা হয় ১) কামরুল ইসলাম (৩২), ২) দেলোয়ার (৩২), ৩) বাবুল (৪০) ও ৪) সুমন মিয়া (২২) নামের চারজনকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে।
অভিযানকালে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদী ‘ক’ সার্কেলের পরিদর্শক ফজলুল হক খাঁন। তিনিই প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।
স্থানীয় প্রশাসনের এমন অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। মাদকবিরোধী কার্যক্রম চলমান থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
Posted ৭:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।