
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
নরসিংদীর পলাশে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে গজারিয়ার ঢালুয়ারচর-সরকারচর মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট এম. এ বাছেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘোড়াদৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গজারিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন ভুইয়া শামীম।
ঘোড়াদৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়া নিয়ে অংশগ্রহণ করে প্রতিযোগীরা। পলাশে এই প্রথম ব্যতিক্রমী এ ঘোড়াদৌড় প্রতিযোগিতায় নারী-পুরুষসহ কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
Posted ১২:২৫ অপরাহ্ণ | শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।