
লাবলু গাইবান্ধা | বুধবার, ০২ মার্চ ২০২২ | প্রিন্ট
পলাশবাড়িতে ০১ কেজি গাজা’সহ গ্রেফতার -২।
পলাশবাড়ী থানা পুলিশে বিশেষ অভিযানে আবারো এক কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১ মার্চ সন্ধ্যায় বিশেষ নজরদারি করে গোপন সংবাদ পেয়ে গাড়ি চেকিং করাকালে রংপুর – নাটোর (বসুন্ধরা) গামী গাড়িতে যাত্রী বেশে থাকা লালমনিরহাট হাতিবান্ধা থানার বেজগ্রাম নামক গ্রামের শ্রী সুনিল চন্দ্রর ছেলে শ্রী বিপুল চন্দ্র (১৬) এবং মোঃ আলাউদ্দিন এর ছেলে মোঃ মোরশেদুল (১৬) ইসলাম উভয়ের কাছে থাকা ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন আমাদের অভিযান চলমান থাকায় আজ আবারো জাতীয় মহাসড়কের দুবলাগাড়ী মৌজার মহাসড়কের উপর হতে এস আই মিজানুর এর নেতৃত্বে এ এস আই আরিফুল ও এ এস আই রাম চন্দ্র উভয়ের নিকট হতে এক কেজি গাঁজা সহ গ্রেফতার করে। তাদের নামে মাদক আইনের ধারায় মামলা দায়ের হয়েছে।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | বুধবার, ০২ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।