| মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
আজ বিকাল ৪:০০ ঘটিকায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের পাশে ATAB হেডকোয়ার্টাস ভবনে টুরিস্ট পুলিশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ATAB সভাপতি ও অন্যান্য সদস্যদের সাথে পর্যটনের বিকাশ নিয়ে এক সৌজন্য সাক্ষাৎ করে।
এ সময় উপস্থিত ছিলেন ATAB সভাপতি আব্দুস সালাম আরেফ, মহাসচিব আফছিয়া জান্নাত সালেহ,কার্যনির্বাহী সম্পাদক জনাব এ এইচ এম গোলাম কিবরিয়া এবং অন্যান সদস্যবৃন্দ। টুরিস্ট পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম, ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা ও ঢাকা জোনের জোন ইনচার্জ মোঃ শফিকুর রহমান পিপিএম ও বিভিন্ন পদবীর অফিসার বৃন্দ।
সভায় সেবা প্রত্যাশী দর্শনার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বিভিন্ন ট্রাভেল এজেন্সি গুলোর অবৈধভাবে ট্যুরিজম ব্যবসা-প্রসার,পর্যটক ও দর্শনার্থীদের বিভিন্নভাবে প্রতারণা ও হয়রানি, বিনা লাইসেন্স এবং মন্ত্রনালয়ের অনুমতি ব্যতীত পর্যটন ব্যবসা করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ATAB এর নিয়মিত সদস্যদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হক পিপিএম বলেন, পর্যটন শিল্পের প্রসারে টুরিস্ট পুলিশ একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে অন্যান্য স্টেকহোল্ডারদেরকে ও এগিয়ে আসতে হবে।খুব শীঘ্রই বিমানবন্দর ও রেল স্টেশনগুলোতে টুরিস্ট পুলিশের সেবা ও তথ্য কেন্দ্র স্থাপন করা হবে। এখান থেকে আগত সকল দর্শনার্থীরা ট্যুরিজম সম্পর্কিত সব ধরনের তথ্য ও নিরাপত্তা সেবা পাবে। এজন্য ATAB এর সহযোগিতা তিনি কামনা করেন। ATAB সভাপতি আব্দুল্লাহ আরিফ বলেন, টুরিস্ট পুলিশ এবং ATAB পর্যটন শিল্পের বিকাশে একসাথে কাজ করবে। এবং শুধু ঢাকা কেন্দ্রিক নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় একসাথে কাজ করার প্রতিশ্রুতি ও তিনি ব্যক্ত করেন।
Posted ১০:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।