বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

পর্যটন শিল্পের উন্নয়ন এবং টুরিস্টদের নিরাপত্তায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ এবং টুরিস্ট পুলিশের MoU স্বাক্ষর

ফাহিম ফারহান   |   বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট

পর্যটন শিল্পের উন্নয়ন এবং টুরিস্টদের নিরাপত্তায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ এবং টুরিস্ট পুলিশের MoU স্বাক্ষর

পর্যটন শিল্প বিকাশে বাংলাদেশের ফাইভ স্টার চেইন হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ এবং টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম এর মধ্যে  ডিরেক্টরস কনফারেন্স রুমে পর্যটন শিল্পের বিকাশ, উন্নয়ন,নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে  Memorandum of Understanding (MoU) স্বাক্ষরিত হয়।

এসময় টুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়ন পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম,   অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা খাতুন ও পুলিশ ইন্সপেক্টর আব্দুর রাকিব উপস্থিত ছিলেন। অন্যদিকে হোটেল প্যান প্যাসিফিক সোনারগা  এর পক্ষে জেনারেল ম্যানেজার (জিএম) রবিন জে. এডওয়ার্ডস, চিফ অফ সিকিউরিটি স্কোয়াড্রন লিডার ( অব:) মিস উম্মে সালমা, ফারিয়াজ মোরশেদ চৌধুরী ডিরেক্টরস সেলস এন্ড মার্কেটিং,কাস্টমার রিলেশন  ম্যানেজার সুফিয়া আক্তার,কাজী মোয়াজ্জেম হোসেন ডিরেক্টরস ফুড এন্ড বেভারেজ  সহ আরো অন্যান্য হোটেল প্রতিনিধি উপস্থিত ছিল।

এ সময় তাদের মধ্যে বাংলাদেশ ভ্রমণে আসা বিভিন্ন দেশি-বিদেশি পর্যটকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন: সেন্স অফ সিকিউরিটি,পর্যটন স্পট ভ্রমণে টুরিস্ট পুলিশের সহযোগিতা,হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয় অবস্থানরত পর্যটকদের সমস্যা ও  বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।  এ সময় পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম বলেন ” পর্যটন শিল্প  বাংলাদেশের অর্থনীতির একটি শক্তিশালী খাত। তাই পর্যটন শিল্প বিকাশে এবং টুরিস্টদের আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টুরিস্ট পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের মানসম্মত প্রতিটি হোটেলে টুরিস্ট পুলিশ “টুরিস্ট পুলিশ হেল্প সেন্টার” স্থাপন করবে। যেখান থেকে পর্যটকরা পুরো বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্ট বিষয়ে সব ধরনের তথ্য পাবে। বর্তমানে টুরিস্ট পুলিশের হট লাইন নাম্বার থেকে এই সুবিধা দেয়া হচ্ছে।”

পরবর্তীতে বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য হোটেল প্যান প্যাসিফিক সোনারগা কর্তৃপক্ষ রুম রেন্ট ও ফুড সহ বিভিন্ন বিষয়ের উপর বিশেষ ডিসকাউন্ট অফার প্রদান করে।

Facebook Comments Box

Posted ৭:১৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins