
| শুক্রবার, ০৩ মে ২০২৪ | প্রিন্ট
টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন ও নেক্সট টুর অপারেটর এরমধ্যে পর্যটকদের মান সম্মত সেবা ও প্যাকেজ আয়োজন সংক্রান্তে মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা খাতুন এবং ঢাকা জোন ইনচার্জ মোহাম্মদ রাকিব হোসেন উপস্থিত ছিলেন। অপরদিকে নেক্সট ট্যুর অপারেটর্স এর পক্ষে উপস্থিত ছিলেন নেক্সট ট্যুর অপারেটরের চেয়ারম্যান জনাব আলী আকবর,ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন সহ অপারেটরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ নাইমুল হক পিপিএম বলেন “বর্তমানে বাংলাদেশে দেশ এবং বিদেশ থেকে প্রচুর পর্যটক আসছে। এক্ষেত্রে টুর অপারেটরদের ভূমিকা অগ্রণীয়। পর্যটকদের স্বার্থ রক্ষায় এসব অপারেটরদের আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে বিভিন্ন প্যাকেজে মানসম্মত সেবা নিশ্চিতসহ সিকিউরিটির বিষয়টি অবশ্যই বিবেচনা করতে হবে। টুরিস্ট পুলিশের সাথে আলোচনা ছাড়া স্পর্শকাতর এলাকাগুলোতে প্যাকেজ না করার অনুরোধ করা হয়। ”
পরবর্তীতে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন ও নেক্সট টুর অপারেটর এর মধ্যে পর্যটকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে এক MoUস্বাক্ষরিত হয়
Posted ১২:০৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।