
মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী | সোমবার, ০৩ মার্চ ২০২৫ | প্রিন্ট
মাহে রমজান কে সামনে রেখে নিত্যপ্রয়োজনী দ্রব্য মূল্যের বাজার পরিদর্শনের অংশ হিসেবে নাটোর জেলা প্রশাসন এবং জেলা পুলিশ নাটোর পৌর এলাকায় মাদরাসা মোড় বাজার পরিদর্শন করেন।
উক্ত পরিদর্শনে আসমা শাহীন, জেলা প্রশাসক নাটোর , মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম,নাটোর জেলা পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, নাটোর, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ভোক্তা সংরক্ষণ, বাজার মনিটরিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রোজ রবিবার ২রা মার্চ ২০২৫ ইং তারিখে বাজার পরিদর্শনকালে জেলা প্রশাসকও পুলিশ সুপার বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান পরিদর্শনসহ ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন ।
নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, পবিত্র মাহে রমজানে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় এবং ইফতারে ভেজাল খাদ্য বিক্রি না করার আহ্বান জানান।
Posted ২:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।