
| সোমবার, ১০ জুন ২০২৪ | প্রিন্ট
নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ-উল আযহার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।
সভায় উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও নরসিংদী জেলার বিভিন্ন স্তরের শ্রেণি-পেশার মানুষজন। জেলা প্রশাসক ড. বদিউল আলম তাঁর বক্তব্যে আসন্ন ঈদ-উল আযহার সার্বিক প্রস্তুতি সম্পর্কে অংশীজনদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান।
ঈদ-উল আযহায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে ব্যাপারে অধিক গুরুত্বারোপ করা হয় এবং প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন মাঠে মোতায়েন করা হবে মর্মে আশ্বস্ত করেন। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে জামাতে ঈদের নামাজ আদায় করতে পারে সে ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়। তিনি আরও বলেন, ঈদ-উল আযহাকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের দাম যাতে আকাশচুম্বী না হয়ে যায় সে জন্য বাজার মনিটরিং কার্যক্রম জোরদার থাকবে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
Posted ৩:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১০ জুন ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।