
আবু জাফর-রাজশাহী প্রতিনিধি: | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২ | পড়া হয়েছে 26 বার
পবা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
পবা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, রাবেয়া বসরী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান পলাশ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, কোষাধ্যক্ষ জিয়াউল হক, সদস্য শেখ পলাশসহ পবা উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য, বায়া রাবেয়া বসরী এতিমখানায় খাদ্য সামগ্রী হিসেবে এক টন চাউল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel