নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন এর সঞ্চালনায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বড়গাছী ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসাইন সাগর, পারিলা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মোরশেদ, হরিয়ান ইউপি চেয়ারম্যান জেবর আলী, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাব্বির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ফারহানা আশরাফী, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার সরকার, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা একেএম ফজলুল হক, সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসেলিটেটর জাকিয়া সুলতান সহ সাংবাদিক, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Posted ৯:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।