পবা প্রতিনিধিঃ | শনিবার, ২৯ মে ২০২১ | প্রিন্ট
রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ মে)দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা সামশুন্নাহারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। বিদায়ী কর্মকর্তাদের মধ্যে আবেগঘন বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা। নতুন যোগদানকৃত কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি’র প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার। বিদায়ী আরো কর্মকর্তাগণ হলেন উপজেলা এলজিইডি’র প্রকৌশলী সাদরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আহসান আলী, উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা ইসরাত নিগার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন। যোগদানকৃত কর্মকর্তা হলেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Posted ১২:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২৯ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।