• শিরোনাম

    পবায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ মার্চ ২০২২ | পড়া হয়েছে 37 বার

    পবায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

    apps

    পবা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়েছে। এরপর উপজেলা পরিষদ সভা কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন, পবা উপজেলা সাব-রেজিষ্ট্রার রওশন আরা বেগম, দলিল লেখক সমিতির সভাপতি এসএম আয়নাল হক, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মাননান, কাটাখালী পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জহুরুল আলম রিপন, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু। উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সুধিবৃন্দ। উল্লেখ্য, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যেছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ১২:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ