• শিরোনাম

    পবায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ২৭ মার্চ ২০২২ | পড়া হয়েছে 64 বার

    পবায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

    apps

    রাজশাহীর পবায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম ও মোঃ ওয়াজেদ আলী খাঁন, পবা থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম। বিআরডিবি কর্মকর্তা মোসাঃ শামসুন্নাহার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কামরুজ্জামান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম কামরুজ্জামান। এর আগে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ফুলেল শুভেচ্ছা জানানো শেষে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা স্বরুপ প্রাইজবন্ড দেওয়া হয়। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলার বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    বাংলাদেশ সময়: ১২:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ