
নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ২৭ এপ্রিল ২০২২ | পড়া হয়েছে 12 বার
পবায় পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহীর পবায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের” আওতায় দুই দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) দিপক কুমার সরকার। বুধবার (২৭ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খান, পাট অধিদপ্তর রাজশাহীর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়, উপ-সহকারী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ উপজেলা পাট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য দুই দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫০ জন পাট চাষীদের উন্নত প্রযুক্তি নির্ভর পাট উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা বলেন, সরকার আপনাদের বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার দিচ্ছে এবং উন্নত প্রযুক্তি নির্ভর পাট উৎপাদনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন আপনাদের সার্বিক সহযোগিতায় সবসময় পাশে আছে এবং থাকবে।
বাংলাদেশ সময়: ৬:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৭ এপ্রিল ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel