রাজশাহীর পবা প্রতিনিধিঃ | বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
রাজশাহীর পবায় নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইনে লটারির মাধ্যমে ষষ্ঠ শ্রেণির ভর্তির ফলাফল ২০২২ মেরিট লিস্ট ঘোষণা করা হয়েছে। নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমা নিজ দপ্তরে ফলাফল ঘোষণা করেন।
এসময় অতিথি ছিলেন সদস্য সচিব নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর আলী, সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন মাহাবুবা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মাইনুল ইসলাম। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো. আব্বাস আলী, নেটিজেন আইটি প্রতিনিধি মো. তাসমীর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার সেলিম রেজা।
উল্লেখ্য ষষ্ঠ শ্রেণীতে সাধারণ শাখায় ১২০ জন ও ভোকেশনাল শাখায় ৬০ জন শিক্ষার্থী (প্রতিবন্ধী ও পোষ্য এবং মুক্তিযোদ্ধা কোটায় ২%) ভর্তির বিধান আছে। প্রতিবন্ধী ও পোষ্য কোটায় কোন শিক্ষার্থী নাই এছাড়াও ভোকেশনাল শাখায় কোন আবেদন না থাকায় মুক্তিযোদ্ধা কোটায় তিনজন এবং লটারির মাধ্যমে ১১৭ জনকে নির্বাচন করা হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ ডিসেম্বর হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত এবং আসন শুন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্র্থীদের ২৬ ডিসেম্বর হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি নেওয়া হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ৩০ ডিসেম্বরের মধ্যে সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
Posted ৮:২০ অপরাহ্ণ | বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।