নিজস্ব প্রতিবেদক: | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 41 বার
রাজশাহীর পবা উপজেলায় দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে মেলার উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা। এসময় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন মাহবুব,
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রেহেনা আক্তারসহ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থী, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধন পরবর্তী সময়ে ডিজিটাল মেলা’র ১৯টি স্টল ঘুরে দেখেন আগত অতিথিবৃন্দ।ডিজিটাল মেলায় অংশগ্রহণ করেন উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, নওহাটা সরকারি ডিগ্রি কলেজ, নওহাটা মহিলা ডিগ্রি কলেজ, দামকুড়া কলেজ, কাশিয়াডাঙ্গা কলেজ, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়, নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়, মাসকাটদিঘী বহুমুখি কারিগরি উচ্চ বিদ্যালয়, খড়খড়ি উচ্চ বিদ্যালয়, নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়, বায়া স্কুল এন্ড কলেজ।
দিনব্যাপী মেলায় অংশগ্রহণকারী সেরা বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ৯:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel