নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ মার্চ ২০২২ | প্রিন্ট
রাজশাহীর পবায় টিসিবি’র পণ্য বিক্রয়ের সার্বিক কর্মকান্ড সর্বসাধারণের অবহিতকরণের লক্ষে সংবাদ সম্মেলন করেছেন পবা উপজেলা প্রশাসন। শনিবার (১৯ মার্চ) বিকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা জানান, এ উপজেলার দু’টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে সর্বমোট ১০ হাজার ২৪ জন অসহায় ফ্যামেলি কার্ডধারি ব্যক্তিদের মাঝে এই পণ্য বিক্রি করা হবে। রবিবার (২০ মার্চ) সকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ের পণ্য বিক্রি কার্যক্রম চলবে। নওহাটা পৌরসভায় এই কার্যক্রম উদ্বোধন করা হবে। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সমাজের নিম্নআয়ের মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিশেষ ফ্যামেলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। দুই দফায় ফ্যামেলি কার্ডধারি প্রতি জনের মাঝে ৫৫ টাকা কেজি দরে চিনি ২কেজি, ৬৫ টাকা কেজি দরে মসুর ডাল ২কেজি, ১১০ টাকা কেজি দরে সয়াবিন তেল ২কেজি ও ৫০ টাকা কেজি দরে সোলা ২কেজি করে বিক্রি করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নওহাটা পৌর মেয়র মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও মোঃ ওয়াজেদ আলী খাঁন।
Posted ৯:৩৯ অপরাহ্ণ | শনিবার, ১৯ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।