নিজস্ব প্রতিবেদক : | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ | প্রিন্ট
রাজশাহীর পবায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্বাধীনতার জীয়নকাঠি শীর্ষক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পবা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খান। বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ মেহেদি হাসান, উপজেলা প্রানীসম্পদ অফিসার ডা: মো. মনিরুল ইসলাম, পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মাহাফুজ বিন তাসিক, মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাজেদা বেগম, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মঞ্জিল, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, পারিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ, বড়গাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সাগর, হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, দামকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী পুরুষসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনা সভায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবসের উপর বিস্তারিত আলোচনা করেন উপস্থিত অতিথি বৃন্দ। উল্লেখ্য ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ভালো বন্ধুর ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাত পুরুষ্কার তুলে সংসদ সদস্য আয়েন উদ্দিন। প্রতিযোগিতায় ক-বিভাগে নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম স্থানে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী আফনান আলম রাফি, ৫ম শ্রেণির আনিকা তাবাসসুম হান্না, ৫ম শ্রেণীর মোছা. শাফিয়া তাসনীম এবং খ বিভাগে নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মোসা: আমিরা তাবাসসুম ও ৭ম শ্রেণির শিক্ষার্থী মোসা. রুবাইদা ফেরদৌস, বায়া স্কুল এন্ড কলেজের ৮ শ্রেণির শিক্ষার্থী মোসা. ইসরাত জাহান ইতি।
Posted ১:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।