ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ ‘ | বুধবার, ১৩ অক্টোবর ২০২১ | প্রিন্ট
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলা বিআরডিবি হলরুমে সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে ও জেলা সমবায় দপ্তরের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিটের পরিচালনায় ০৮টি সমবায় সমিতির ২৫জন সদস্যর মধ্যে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা সমবায় অফিসার মুহাঃ আবুল কাসেম মন্ডল, প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লসমী চাকমা, ঊপজেলা নির্বাহী অফিসার, পবা, রাজশাহী, জনাব সাইদুর রহমান, জেলা সমবায় অফিসার, রাজশাহী ও জনাব ডাঃ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, পবা, রাজশাহী। প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন আবু হাসেম মোঃ মোকাররম হোসেন, পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়, রাজশাহী। সঞ্চালনায় ছিলেন সহকারী কোর্স পরিচালক মোঃ রেজাউল করিম, সহকারী পরিদর্শক এবং সহযোগিতায় সাজেদা বেগম, সহকারী পরিদর্শক, পবা, রাজশাহী। উল্লেখ্য যে, ০৮টি সমবায় সমিতির ২৫জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহন করেন। উপকারভোগী সমবায়ী সদস্যগণ প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং এই রকম প্রশিক্ষণের ব্যবস্থা করায় উপজেলা সমবায় দপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৩ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।