শুক্রবার ১৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

পবায় ইউপি নির্বাচনে নৌকা ৪ বিদ্রোহী ২ ও স্বতন্ত্র ১ প্রার্থী বিজয়ী

ইউসুফ চৌধুরী রাজশাহী প্রতিনিধিঃ   |   সোমবার, ২৯ নভেম্বর ২০২১   |   প্রিন্ট

পবায় ইউপি নির্বাচনে নৌকা ৪ বিদ্রোহী ২ ও স্বতন্ত্র ১ প্রার্থী বিজয়ী

রাজশাহীর দুই উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে ১০, আ.লীগ বিদ্রোহী দুই ও একজন সতন্ত্র ( জামায়াত) সমর্থিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার পবা উপজেলার সাতটি এবং মোহনপুর উপজেলা ছয়টি ইউনিয়ন পরিষদে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাজশাহীতে তৃতীয় ধাপে এ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রোববার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ১২৬ টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষভাবে ভোট দিতে পেরে ভোটাররা আনন্দিত। এর আগে সকল প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন। কাশিয়াডাংগা বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসা হড়গ্রাম ইউনিয়নের পুকুরিয়া গ্রামের ৬৮ বছরে বৃদ্ধা লুৎফর নেসা বলেন, বহুদিন পর এইবার ভালোভাবেই ভোট দিয়েছি। কোনো সমস্যা হয় নাই। সকাল ৮টায় ভোট শুরু হবে। সে জন্য সকাল সকাল বাড়ি থেকে সেন্টারে আসছি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। তবে নিজের ভোট নিজে দিতে পেরে সে খুব খুশি। পারিলা ইউপি’র হাটরামচন্দ্রপুর ডিগ্রী কলেজ ভোট কেন্দ্রে ভোট দিতে পঙ্গু বৃদ্ধা বাবলুর রহমান বলেন, দুই ছেলের সাথে ভোট দিতে এসেছি। খুব সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে ভোট দিতে পেরেছি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সর্বোপরি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে। এমন কথা জানিয়েছে অনেক ভোটাররা। বড়গাছীর ভালাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাম প্রকাশে অনিচ্ছুক এক নতুন নারী ভোটার বলেন, ভোট কেন্দ্রে আসার আগ অনেকে বিভিন্ন রকম কথা বলেন যা আগেও শুনেছি। কিন্তু কেন্দ্রে এসে দেখি সেগুলো ছিলো গীবত ও গুজব। বর্তমানে স্কুল কলেজে ভর্তি হতে যে বেগ ও বিড়ম্বনা পেতে হয় তার ছিটে ফোটাও বিড়ম্বনা নেই ভোট কেন্দ্রে। খুব সুন্দর, সুষ্ঠু ও ভালভাবে পচন্দের প্রার্থীকে ভোট ভোট দিয়ে বাড়ী ফিরছি। পবা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চার জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) হিসেবে দুই জন প্রার্থী এবং একটিতে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। উল্লেখ্য হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী আগেই বিজয়ী হয়েছে। ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে পবা উপজেলায় বিজয়ীরা হলেন হুজুরীপাড়া ইউনিয়নে বিজয়ী নৌকা প্রতিকে গোলাম মোস্তফা ৮৮৯৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী দেওয়ান রেজাউল করিম পেয়েছেন ৭৭৮৯ ভোট (মোটরসাইকেল)। দামকুড়া ইউনিয়নে বিজয়ী নৌকা প্রতিকে রফিকুল ইসলাম ৪১৬৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি স্বতন্ত্র আব্দুস সালাম পেয়েছেন ৩৪৯৫ ভোট (ঘোড়া)। বড়গাছী ইউনিয়নে বিজয়ী নৌকা প্রতিকে শাহাদত হোসাইন সাগর ১১০৫৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত স্বতন্ত্র সোহেল রানা পেয়েছেন ৯৬১৩ ভোট (আনারস)। এ ছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন দর্শনপাড়া ইউনিয়নে শাহাদত হোসেন সাব্বির ৪০৭৫ ভোট (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকের কামরুল হাসান রাজ পেয়েছেন ২৯৮৬ ভোট (নৌকা)। পারিলা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী সাঈদ আলী মোরশেদ ১২৯৭৬ ভোট (ঘোড়া), তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী সাইফুল বারী ভুলু পেয়েছেন ৭৫১৩ ভোট (আনারস) ও হড়গ্রাম ইউনিয়নে বিজয়ী জামায়াত নেতা স্বতন্ত্র আবুল কালাম আজাদ ৬৯৫৬ ভোট (অটোরিক্সা), তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট আবু আসলাম পেয়েছেন ৫২৩৪ ভোট (আনারস) পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপরদিকে, মোহনপুর উপজেলার ছয়টি ইউনিয়নের সবক’টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচিতরা হলেন, মৌগাছি ইউনিয়নে আল আমিন বিশ্বাস, ধুরইল ইউনিয়নে দেলোয়ার হোসেন, রায়ঘাটি ইউনিয়নে বাবুল হোসেন, ঘাষিগ্রাম ইউনিয়নে আজহারুল ইসলাম, বাকশিমইল ইউনিয়নে আব্দুল মান্নান ও জাহানাবাদ ইউনিয়নে হযরত আলী।

Facebook Comments Box

Posted ১১:১০ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ নভেম্বর ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins